parbattanews

মহালছড়িতে পুষ্টি কার্যক্রম জোরদারকরণ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মহালছড়ি টাউন হলে লীন প্রকল্পের উদ্যেগে আয়োজিত উপজেলা পুষ্টি সমন্বয় কমিটিদের নিয়ে “উপজেলা পর্যায়ে পার্বত্য জেলার প্রেক্ষিতে পুষ্টি কার্যক্রম জোরদারকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।

গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা, কৃষি অফিসার, মহিলা বিষয়ক অফিসার ও ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহালছড়ি লিন প্রকল্পের উপজেলা সমন্বয়ক প্রজ্ঞা শুভ চাকমা।

বৈঠকে গুরুত্বের সাথে উঠে আসে, কিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১০ বছর মেয়াদি দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা ( NPAN2) বাস্তবায়ন করা যায়। বক্তারা যেসব বিষয়ে গুরুত্ব দেন- মা,শিশু ও কিশোরীদের পুষ্টি সেবা জোরদারকরণ, নিরাপদ ও বৈচিত্র্যপূর্ণ সহজলভ্য ও গ্রহণ বৃদ্ধি করা, শিশুদের ১০০০ সোনালী দিনের গুরুত্ব, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, পুষ্টি বিষয়ে বহুখাতভিত্তিক সমন্বয় বৃদ্ধি করা ও ইত্যাদি। এছাড়া পার্বত্য এলাকায় পুষ্টি উন্নয়নে বাধা এবং উত্তরণের উপায় নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।

Exit mobile version