parbattanews

মহালছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

Exif_JPEG_420

খাগড়াছড়ি আসনের সাংসদ ও উদ্বাস্তু বিষয়ক টক্সাফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বাংলাদেশের যেকোন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর যেকোন উৎসবে সকল ধর্মাবলম্বী তথা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নারী-পুরুষ আবাল-বৃদ্ধ-বণিতা অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ও সম্পন্ন হওয়াই ধর্ম যার যার উৎসব সবার মর্মাথ, আর এই ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ পরিবেশ অটুট রেখে দেশকে উন্নয়নের শির্ষে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রবিবার (২২ অক্টোবর) মহালছড়ি দক্ষিণা কালী মন্দির পূজা মন্ডপ পরিদর্শনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম ও সহকারী কমিশনার (ভূমি) মহালছড়ি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

Exit mobile version