parbattanews

মহালছড়িতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

Mahalchari Army news picture

মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী। ২৪ আগস্ট সোমবার সকাল ১১টায় মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাকবলিত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল হুমায়ুন কবির পিএসসি। ত্রাণ বিতরণে এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল ও আটা বিতরণ করা হয়। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত লোকজন ত্রাণ পেয়ে মহালছড়ি জোনের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহালছড়ির মুসলিম পাড়া, সিলেটি পাড়া, ব্রিজ পাড়া, সিঙ্গিনালা ও চিটাগাং পাড়াসহ ৫ গ্রাম প্লাবিত হয়ে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Exit mobile version