parbattanews

মহালছড়িতে বেইলী ব্রিজ ধসে পাথর বোঝাই ট্রাক নদীতে, নিখোঁজ ১


মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে বেইলী ব্রিজ ধসে পাথর বোঝাই ট্রাক চেঙ্গী নদীতে পড়ে গিয়ে আব্দুল মুমিন নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে।

মহালছড়ির প্রতিনিধি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ফকির’র উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক মহালছড়ি-সিঙ্গিনালা সড়কের বেইলী ব্রিজে উঠামাত্র ব্রিজ ট্রাকসহ ধসে নদীতে পড়ে যায়।

এসময় চালকসহ তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও আব্দুল মুমিন নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শ্রমিককে উদ্ধারে কাজ করছে। ঘটনায় আক্তার হোসেন নামে আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহালছড়ির সাথে সিঙ্গিনালার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

খবর পেয়ে মহালছড়ি জোন কমান্ডার লে.কর্নেল মোসতাক আহমদ, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা: অাহমার উজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরিন উর্মি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে বেইলী ব্রিজটি ধসে পড়ায় চেঙ্গী নালার সাথে মহালছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Exit mobile version