parbattanews

মহালছড়িতে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় ‍পালন

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

এর পর  ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে বিশাল র‌্যালি সহকারে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এরপর শুরু হয় বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহালছড়ি মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও বীরঙ্গণাসহ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় মু্ক্তিযোদ্ধা ও বীরঙ্গণাদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

Exit mobile version