মহালছড়িতে মৎস উন্নয়ন কর্পোরেশন কতৃক কাপ্তাই লেকে অবৈধ জাক অপসারণ অভিযান 

16837761_749488048561414_696401799_n copy

মহালছড়ি, প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় সোমবার মহালছড়ি বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন কতৃক কাপ্তাই লেকে অবৈধ জাক অপসারণ অভিযান চালায়।

সোমবার বেলা ১১ টার সময় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন উপস্থিত থেকে অবৈধ জাক অপসারণ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময়ে ১০টি ছোট বড় অবৈধ জাক অপসারণ করেন। জাক অপসারণ অভিযান শেষে মহালছড়ি বাজারে এসে জালের দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু কারেন্ট জাল জব্দ  করে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি জালের দোকানে অবৈধ জাল রাখার জন্য মোট ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করে। পরবর্তীতে জব্দকৃত এসব কারেন্ট জাল উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে নিষ্ক্রিয় করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা মৎস কর্মকতা শেখ মো. এরশাদ বিন শহীদ, মহালছড়ি মৎস উন্নয়ন কর্পোরেশনের ইনচার্জ মো. নাসরুউল্লা আহমেদ সহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন