parbattanews

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

12899885_964617833633994_1987120325_n

মহালছড়ি প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষ্যে মহালছড়ি উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যেগে সকালে তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া ও মহালছড়ি থানা অফিসার্স ইনচার্জ মো. সেমায়ূন কবির চৌধুরী, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা।

পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের শরীরচর্চা কর্মসূচী প্রদর্শন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচীতে ছিলো, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।

Exit mobile version