parbattanews

মহালছড়িতে রুপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি লে.কর্নেল মেহেদি হাসান পিএসসি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে রুপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ ৩য় আসর এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার ( ১৮ জানুয়ারি) রাত ৮ টার সময় টিলাপাড়া একাদশ কতৃক আয়োজিত এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা আতশবাজি ফুটানোর মধ্য দিয়ে প্রধান অতিথি জোন কমান্ডার লে.কর্নেল মেহেদি হাসান পিএসসি উদ্বোধন করেন।

চিন্তাহরণ শর্মার সঞ্চালনায় ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায় লে. কর্ণেল মেহেদি হাসান পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন(আনু), উপজেলা যুবলীগের সভাপতি দীপন ধর, বাজার ব্যবসায়ী সমিটির সভাপতি সুনীল দাশসহ উপজেলার শত শত ক্রীড়া প্রেমিক ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লে.কর্নেল মেহেদি হাসান পিএসসি।

উক্ত ফাইনাল খেলায় সুপাল চাকমা ও উহ্লাচিং মারমা (খাগড়াছড়ি) বনাম রনি ও তুহিন (রাউজান) মধ্যকার খেলায় রাউজান টিম ২-১ সেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন রনি। এছাড়াও লটারির মাধ্যমে ৫ জন সেরা দর্শককে পুরস্কৃত করা হয়।

Exit mobile version