parbattanews

মহালছড়িতে শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

খাগড়াছড়ির মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শান্তিচুক্তির দুই যুগ উদযাপন হয়েছে। এদিনটিকে ঘিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধনের মাধ্যমে মহালছড়ি টাউল হল থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার টাউল হলে এসে এক আলোচনার মাধ্যমে শেষ হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাছড়ি জোন উপঅধিনায়ক মেজর দিদারুল ইসলাম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজ ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদ, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান, প্রবীণ শিক্ষক শাহাজান পাটোয়ারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তির ফলে ব্যাপক হারে উন্নয়ন সাধিত হয়েছে এবং এখনো উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। পাহাড়ের মানুষ এখন অনেক শান্তিতে ঘুমাতে পারছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে, বিনামূল্যে ঔষুধ বিতরন ও চিকিৎসা সেবা, দুস্থ ও গরীব পরিবারের মাঝে শীত বন্ত্র বিতরণ ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ এবং বিকেলে শান্তি চুক্তি উপলক্ষে মহালছড়ি উপজেলা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের তৎকালীন গেরিলা সংগঠন জনসংহতি সমিতি ( জেএসএস)’র সাথে আওয়ামী লীগ সরকারের ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তি সম্পাদিত হয়।

Exit mobile version