মহালছড়িতে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

Mahalchari news picture 13-02-2015মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে পরিবর্তীত পরীক্ষাসূচি অনুযায়ী ১৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯ টায় ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মহালছড়ি উপজেলায় ২ কেন্দ্রে মোট ৪৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মহালছড়ি উপজেলায় কেন্দ্র-১ (মহালছড়ি সদর)  এ এবার মোট পরীক্ষার্থী ৩০৮ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১৭৯ ও ছাত্রী সংখ্যা ১২৯ জন। মহালছড়ি কেন্দ্র-১ এ এসএসসি (ভোকেশনাল) ছাত্র ৩৮ জন ও ছাত্রী ১১ জন। মহালছড়ি কেন্দ্র- ২ এ এবারের সর্বমোট পরীক্ষার্থী ১২৯ জন। এর মধ্যে ৭৪ জন ছাত্র ও ৫৫ জন ছাত্রী।

মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার শেখ ফরিদ আহামেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এতে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে। পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষা দিতে পারে সেজন্য যে কোন পরিস্থিতি মোকাবেলার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন