parbattanews

মহালছড়িতে সেনাবাহিনীর সহায়তায় ৩২বছর পর স্কুল প্রতিষ্ঠিত

mahalchari school pic 001

খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় নেবাহিনীর সহায়তায় দীর্ঘ ৩২ বছর পরে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ স্কুল উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামছুল ইসলাম পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহালছড়ি জোন কমান্ডার লে.কর্নেল শহীদুল ইসলাম পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো. মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহেদুল আলম, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনারতন চাকমা, সাবেক মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান পাটোয়ারী প্রমুখ।  

মহালছড়ি উপজেলার প্রত্যন্ত  অঞ্চল লেমুছড়ি এলাকায় দীর্ঘ ৩২ বছর থেকে কোন শিক্ষা প্রতিষ্টান নেই। ফলে শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছে এ এলাকার শত শত পরিবার। অবশেষে মহালছড়ি জোন কমান্ডার লে.কর্নেল শহীদুল ইসলাম পিএসসি এর সার্বিক সহায়তায় সাড়ে ৮ লাখ টাকায় নির্মাণ করেন লেমুছড়ি শান্তিপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে ৪ জন শিক্ষক, ৪টি শ্রেণীকক্ষ ও ১টি অফিস কক্ষ রয়েছে।

দীর্ঘ ৩২ বছর পর এ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হওয়ায় এলাকাবাসীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

Exit mobile version