parbattanews

মহালছড়িতে ৭ বিঘা জমির গাঁজার ক্ষেত ধ্বংস, গাঁজা চাষে জড়িত দুই সহোদর আটক

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রত্যন্ত কলাবুনিয়া এলাকায় রবিবার দুপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৭ বিঘা জমির গাঁজার ক্ষেত ধ্বংস করে দিয়েছে। যার বাজার মুল্য আনুমানিক প্রায় ৪ কোটি টাকা। এ ঘটনায় গাঁজা চাষের সাথে জড়িত আটক দুই সহোদর অমর বিকাশ চাকমা (৩৫) ও টুলু চাকমাকে আলামতসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিরাপত্তাবাহিনীর মহালছড়ির বিজিতলা সাব জোন কমান্ডার মেজর আসিফ ইকবার জানান, প্রত্যন্ত ঐ এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাসীকালে বিশাল এ গাঁজার ক্ষেতটির সন্ধান পায় সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ তাদের সংগঠনের অর্থের যোগান দিতে দুই পাহাড়ের মাঝে উর্বর জমিতে ঘেরাদিয়ে সুকৌশলে এবং বিশেষ নিরাপত্তায় এ গাঁজার চাষ করা হচ্ছিল। পুলিশ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে গাঁজার গাছগুলো উপড়িয়ে স্তুপ করে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর জানান, আইনী প্রক্রিয়া শেষে আসামীদের কোর্টে হাজির করা হবে এবং নিয়মিত মামলা রুজু করা হবে।

Exit mobile version