parbattanews

মহালছড়ির ক্যায়াংঘাটে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মহালছড়ি জোনের সেনাবাহিনী।

মঙ্গলবার(৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ক্যায়াংঘাট ইউনিয়নের তবলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি’র উপস্থিতিতে ২ শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা ও ইউপি মেম্বার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি বলেন, এলাকায় পাহাড়ি-বাঙালি অনেক বৃদ্ধ-বৃদ্ধা ও গরিব লোক আছে যারা অর্থের অভাবে শীতের কাপড় কেনা সম্ভব হয় না। কনকনে শীতে প্রচুর কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়। এসকল মানুষের কথা চিন্তা করে মহালছড়ি জোনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহালছড়ি জোনের আওতাধীন সকল গরিব এলাকার জন্য এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

Exit mobile version