parbattanews

মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন উপ অধিনায়ক মেজর মনজুরুল হাসান পিএসসি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবস -২০১৯ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন উপ অধিনায়ক মেজর মনজুরুল হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন , মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ও মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা,অত্র বিদ্যলয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রেজাউল হক মাসুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোমলমতি শিশুরাই হচ্ছে দেশের সম্পদ, তাদেরকে মানব সম্পদে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মন দিতে হবে। খেলাধুলা হচ্ছে ছেলে-মেয়েদের অপরিহার্য অঙ্গ, খেলাধুলা করলে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

Exit mobile version