parbattanews

মহালছড়ির সিঙ্গিনালায় হাজারো পূণ্যার্থীর ঢল

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা ভুইগ্রীতং মহাম্রমেনি বৌদ্ধ বিহারাধ্যক্ষ প্রয়াত সংঘরাজ ভদন্ত উঃ পেন্ডিতা মহাথের’র শেষকৃত্যনুষ্ঠানে প্রয়াতের শেষ শ্রদ্ধা জানাতে হাজারো পূণ্যার্থীর ঢল নেমেছে।

শুক্রবার(৮ মার্চ) সকাল থেকেই বৌদ্ধ রীতি নীতি অনুযায়ী দিনব্যাপী ধর্মীয় দেশনা, নানাবিধ দান, ছোয়েং নৃত্যসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এ দাহক্রিয়া অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ২টায় বিভিন্ন এলাকা থেকে আগত ভিক্ষু সংঘের উপস্থিতিতে এবং বিহার কমিটির প্রধান উপদেষ্টা মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে  ধর্মীয় আলোচনা শুরু হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আসনের সাংসদ ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিএসসি, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ির মহিলা আওয়ামী লীগ নেত্রী বাশরী মারমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন। প্রধান শিক্ষক মংসুইনু চৌধুরী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিঙ্গিনালা ভুইগ্রীতং মহাম্রমেণি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মংমং মারমা।

আলোচনা শেষে আতশবাজি ফাটিয়ে প্রয়াত সংঘরাজ ভদন্ত উঃ পেন্ডিতা মহাথের’র মরদেহকে যথাযথ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দাহক্রিয়ার উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

উল্লেখ্য, মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা ভুইগ্রীতং মহাম্রমেনি বৌদ্ধ বিহারাধ্যক্ষ আজীবন ব্রহ্মচারী প্রয়াত ভদন্ত  উ. পেন্ডিতা মহাথের ১ শত বছর বয়সে জরা-গ্রস্ত রোগে আক্রান্ত হয়ে গত ৯ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় ইহজীবন ত্যাগ করে পরলোকগত হন। ২২ বছর বয়সে তিনি সংসার জীবন ত্যাগ করে বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে থেরবাদী বৌদ্ধ আদর্শে প্রব্রজ্যা গ্রহণ করে ভিক্ষুত্ব জীবন যাপন শুরু করেন। তাঁর এ দীর্ঘ ৭৮ বছর (৭৮ বর্ষাবাস) প্রব্রজ্যা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত প্রচুর শিষ্য, ভক্ত ও শুভাকাঙ্খি রেখে যান।

Exit mobile version