মহালছড়ির সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

fec-image

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি কামনায় টানা ৭২ ঘণ্টা স্বধর্ম পটঠান সূত্র পাঠ সমাপনী ও কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে জেলার বিভিন্ন স্বনামধন্য বৌদ্ধ বিহার থেকে আগত শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সুমনা মহাথের। এসময় পূণ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন বয়সের হাজারো দায়ক-দায়িকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল সাড়ে ৯টায় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, আকাশবাতি দান ও চীবর দান করা হয়। দ্বিতীয় পর্ব বিকাল ২টায় আগত ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মীয় দেশনা শ্রবণ ও সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়। সন্ধ্যায় চুলামনি ধাতু চৈত্যের উদ্দেশ্যে ফানুস উত্তোলন করার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কঠিন চীবর দানোৎসব, মহালছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন