parbattanews

মহালছড়ির সিন্দুকছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

Sinduichari adhibasi dibos 11

মহালছড়ি সংবাদদাতা :

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিন্দুকছড়িতে শনিবার বিকাল ৩ ঘটিকায় এলাকাবাসীর উদ্যোগে ও আন্তর্জাতিক আদিবাসী উদযাপন কমিটির আয়োজনে দুর্গম পাহাড়ি এলাকা থেকে যার যার ঐতিহ্যবাহি পোশাক পরে আগত শত শত নারী পুরুষের হাতে ‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড ও পোস্টার হাতে নিয়ে বিশাল এক র‌্যালী বের হয়।

র‌্যালীটি সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে সিন্দুকছড়ির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সিন্দুকছড়ি বিদ্যালয় মাঠে এসে সমাবেশে যোগদান করে। র‌্যালী শেষে এক আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। আলোচনা সভায় রত্নসেন ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য কংঞোরাং মারমা।

বক্তব্য রাখেন ‘আদিবাসী’ অধিকার কর্মী পাইচিংমং মারমা, ‘আদিবাসী ফেসিলেটিটরস গ্রুপ’ এর সদস্য পরেন্দ্র লাল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম মহালছড়ি আঞ্চলিক শাখার সভাপতি পিরেন ত্রিপুরা, ‘আদিবাসী ফোরাম’ খাগড়াছড়ি শাখার সদস্য চাইথোয়াই মারমা, ইউপি সদস্য সুইপ্রুচাই মারমা প্রমূখ।

Exit mobile version