parbattanews

মহালছড়ি আর্মি জোনকর্তৃক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

IMG_20170401_111930 copy

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি আর্মি জোনকর্তৃক উপজেলার লেমুছড়ি শান্তিপুর বেসরকারি বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করেছে মহালছড়ি আর্মি জোন।

শনিবার সকাল ১০টার সময় মহালছড়ি উপজেলায় মাইসছড়ি ইউনিয়নে, লেমুছড়ি শান্তিপুর বেসরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়া লেখা করার সুবিধার্থে ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেন, এসব শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে বই, খাতা, কলম, স্কুল ব্যাগ পেন্সিল বক্স ইত্যাদি।

এসময় মহালছড়ি জোনের জোন কমান্ডার লে.কর্নেল  সৈয়দ মো. আব্দুল্লাহ্ জুনায়েদ পিএসসি উপস্থিত থেকে লেমুছড়ি শান্তিপুর  বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখা করার সুবিধার জন্য এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় তিনি বিদ্যালয়ের কমলমতি ছাত্রছাত্রীদের পড়া লেখার খোঁজ খবর নেন। এবং ছাত্রছাত্রীদের সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর এস এম সালে ববিন শফি, বিদ্যলয়ের সভাপতি মো. রেজাউল করিম মাসুদ, বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।

এদিকে মহালছড়ি জোনের এ মহতি উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন এলাকার সচেতন মহলসহ গণমাধ্যম ব্যক্তিবর্গরা।

Exit mobile version