parbattanews

মহালছড়ি উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালি

SAM_1670 copy

মহালছড়ি প্রতিনিধি:

মহালছড়ি উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘোষিত দেশব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী গৃহিত কর্মসূচির প্রথম দিন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মণ্ডলীর অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

মহালছড়ি প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা প্রশাসনিক সদর হতে শুরু হওয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়া, মহালছড়ি সদর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, রতন কুমার শীল, উপজেলা শিক্ষা অফিসার আনম মাছুম হোসেন উপজেলা প্রকৌশলী রমাপদ দাশ সহ শিক্ষা অফিসার প্রনব চাকমা, ইউআরসি অফিসার মো. জসিম উদ্দিন, উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. শরীফ ও শিক্ষক নেতা ইকবাল হোসেন’র নেতৃত্বে র‌্যালি উপজেলা শহর এলাকা প্রদক্ষিণ করে উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

“শিক্ষা নিয়ে গড়ব দেশ- শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে সমৃদ্ধ এবারের শিক্ষা সপ্তাহের মূল প্রতিপাদ্য হলো “শিক্ষার আলো জ্বালবো-ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যের সপ্তাহব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা র‌্যালি, মিনা প্রদর্শনী, শিশুদের জন্য পাপেট শো, প্রাথমিক শিক্ষা মেলা, শিক্ষক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষামূলক স্বল্প দৈর্ঘ চিত্র প্রদর্শনী, কর্মশালা, শিক্ষা মেলা ও আলোচনা সভা। তথ্য সূত্র মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

Exit mobile version