parbattanews

মহালছড়ি জেএসএস অফিস ভাংচুর মামলায় আরো ২জন জেলে

মহালছড়ি সংবাদদাতাঃ

মহালছড়ি উপজেলায় জেএসএস (এম এন লারমা) এর ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় নাম উল্লেখিত ১৯ জনের মধ্যে এজাহারভুক্ত আসামী মোঃ জিয়াউর রহমান জিয়া ও মোঃ মাসুদসহ মোট ৫জন খাগড়াছড়ি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে আদালত অপর তিনজনকে জামিন মঞ্জুর করে মামলার প্রধান ১ ও ২নং আসামী মো: জিয়াউর রহমান জিয়া ও মো: মাসুদকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

গত সোমবার রাতে মোঃ সোহেল রানাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে মহালছড়ি থানা পুলিশ। এই নিয়ে উক্ত মামলায় গ্রেপ্তার সংখ্যা ৩ জন। উল্লেখ্য, মহালছড়িতে গত ৭ই সেপ্টেম্বর মহালছড়ি কলেজে পিসিপি’র এক মিটিংকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষের জের ধরে ঐ একই দিনে উত্তেজিত জনতা মহালছড়ি উপজেলা জনসংহতি সমিতি (এমএন লারমা) এর অফিস ভাংচুর করা হয়। উক্ত ঘটনায় জেএসএস ১৯জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতসহ আরো ৪৫ জনকে আসামী করে মহালছড়ি থানায় মামলা হয়।

Exit mobile version