parbattanews

মহালছড়ি জোন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

মহালছড়ি, প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি আর্মি জোন এর উদ্যোগে “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি; সম্প্রীতির খাগড়াছড়ি” এ প্রতিপাদ্যে মহালছড়িতে শুরু হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮।

রবিবার(৪ মার্চ ) বিকালে মহালছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় জোন টুর্নামেন্টর উদ্বোধন করেন মহালছড়ি আর্মি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহম্মদ পিএসসি।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি জোনের জোন উপ-অধিনায়ক মো. মেহেদী হাসান পিএসসি, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকতা মো. মোমিন, মহালছড়ি ৬ আর্মড পু্লিশ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মো. শাহনেওয়াজ খালেদ, মহালছড়ি থানা অফিসার ইনর্চাজ মো.জুবাইরুল হক, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান বাবু রতন কুমার শীল, মহালছড়ির বিশিষ্ট্য শিক্ষাঅনুরাগী ও মহালছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলি খীসা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন এবং মহালছড়ি উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ব্যক্তিবর্গ।

এ টুর্নামেন্টে মোট ১২টি ক্লাবের ১২টি দল অংশ গ্রহণ করবে, এর মধ্যে উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে মুবাছড়ি ইউনিয়ন বনাম সমাজ কল্যাণ সংঘ একাদশ।

Exit mobile version