parbattanews

মহালছড়ি সদর ইউপি‘র নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম সভা

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম সভা বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় নব নির্বাচিত চেয়ারম্যান রতন কুমার শীলের সভাপতিত্ব করেন।

সভায় ইউপি‘র নয় মেম্বার ও তিন মহিলা মেম্বার উপস্থিত ছিলেন। মহালছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদের প্রথম সভায় যেসব গুরুত্বপূণ সিদ্ধান্ত গৃহীত হয় তা হলে, যথাযোগ্য মর্যাদায় আসন্ন জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন, বাল্য বিবাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও স্থিতিশীলতা বজায় রাখা, জঙ্গিবাদ বিরোধী গণসচেতনতা বৃদ্ধিকরণ, এলাকার ওয়ার্ড ভিত্তিক বার্ষিক ও পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রনয়নসহ বহুমূখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, এলাকার সার্বিক উন্নয়ন সাধনের মাধ্যমে মহালছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদকে বর্তমান যুগ উপযোগী আধুনিক ডিজিটাল পদ্ধতির মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়া লক্ষ্যে কাজ করা হবে বলে তিনি জানান।

Exit mobile version