parbattanews

মহিলা সাংসদ বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ি থেকে নির্বাচিত তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমাকে উগ্র-সাম্প্রদায়িক আখ্যা দিয়ে সংসদে তার প্রদত্ত বক্তব্য প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাঙ্গালী ছাত্র পরিষদ।

মানববন্ধনে বক্তারা সংসদে বাসন্তী চাকমার প্রদত্ত বক্তব্য মিথ্যা বানোয়াট ও সম্প্রীতি নষ্টকারী হিসেবে দাবি করে তা প্রত্যাহার পূর্বক জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানান। অন্যথায় তাকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুসিয়ারী দেন

মানববন্ধনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি মু আতিকুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন ছাত্র পরিষদ নেতা মিজানুর রহমান, আসিফ ইকবাল, জোবায়ের হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

Exit mobile version