parbattanews

মহেশখালীতে আব্বাস বাহিনীর হামলায় পান চাষি নিহত

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী দক্ষিণ কুল গ্রামে জেটাতো ভাইয়ের দায়ের কোপে আব্দুল কাদের নামে এক পান চাষি খুন হয়েছে।

মঙ্গলবার(২২ জানুয়ারি) ভোরে আব্দুল কাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঘটনার সুত্র মতে, ছোট মহেশখালী দক্ষিণ কুল গ্রামের মৃত জোনাব আলীর পুত্র মো. ইউনুস প্রকাশ বাদশার সাথে তাঁর ভাই ইদ্রিসের পারিবারিক বিরোধ চলে আসছিল।

সোমবার (২১ জানুয়ারি)সকালে  মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বাদশাপুত্র আরিফুল প্রকাশ আব্বাস ডাকাত তাঁর অপরাপর সহযোগীদের নিয়ে নিহতের বাড়ির পাশে সন্ধ্যায় অবস্থান করে। ইদ্রিসের পুত্র  আব্দুল কাদের ও অপর ভাইপুত্র আজিজুল হক পানের বরজ থেকে পানের ভার নিয়ে পাহাড় থেকে বাড়ি পৌঁছার পূর্ব মুহুর্তে পরিকল্পিতভাবে আক্রমণ করে। ৮/১০জন দা দিয়ে কাদের ও আজিজ কে মাথায়, পিঠে, কোমরে-সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে চলে যায়।

স্থানীয় লোকজন দ্রুত তাদের প্রথমে মহেশখালী পরে কক্সবাজার রেফার  করে ওখানে অবস্থার অবনতি হওয়ায়  আব্দুল কাদেরকে চমেক হাসপাতালে রেফার করে।

মঙ্গলবার ভোরে (২২জানুয়ারি)  ৫টায় আব্দুল কাদের মারা যান।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, হামলার ঘটনায় নিহতের বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version