parbattanews

মহেশখালীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করতে উচ্ছেদ অভিযান

মহেশখালির কালারমার ছড়ায় বেদখল থাকা সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। বুধবার (২৩ মার্চ) দুপুর থেকে এ অভিযান শুরু হয়। মূলতঃ আশ্রয়ন প্রকল্পের জন্য জমি প্রস্তুত করতে এ অভিযান বলে জানা যাচ্ছে।

মহেশখালী উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছেন বুধবার (২৩ মার্চ) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কালারমার ছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন চিকনিপাড়া নামক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে সহায়তা করেন মহেশখালী থানা পুলিশ, কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা। উচ্ছেদকৃত জায়গায় ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সেমিপাকা গৃহ নির্মাণ করা হবে। ক্ষতিগ্রস্ত ভূমিহীন পরিবারকেও পুনর্বাসন করা হবে।

এদিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনার সময় স্থানীয় বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ঠিক কীভাবে আগুনের সূত্রপাত তা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

মহেশখালি উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইয়াছিন জানান, কালারমারছড়া ইউনিয়নে ৫টি সরকারি বাড়ি নির্মাণ করতে সরকারি জমি দখল করে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ও বাড়ি নির্মাণ করে দেয়া হবে।

Exit mobile version