parbattanews

মহেশখালীতে ইলিশ ধরার দায়ে ৭ জেলের অর্থদণ্ড

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে ইলিশ ধরার দায়ে ৭ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৪ অক্টোবর) গভীর রাতে মহেশখালী চ্যানেলের মুদিরছড়া নদীতে জাল পেতে ইলিশ ধরার সময় মহেশখালী উপজেলা মৎস্য অফিস ও স্থানীয় বদরখালী নৌ-পুলিশের বুধবার গভীর রাতে ০৯টি জাটকা ইলিশ ও ১০মিটার নিষিদ্ধ ক্যারেন্ট জালসহ জব্দ করে।

পরে ৫ অক্টোবর জাল ও মাছ সহ জব্দ ও আটকৃত জেলেদের মহেশখালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করলে বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম সংশ্লিষ্ট আইনে ৭ জেলেকে ২১ হাজার টাকা অর্থদণ্ড করে।

দণ্ডিত জেলেরা হলেন মো. রশিদ, জয়নাল আবেদনী, নুরুল হাকিম, আব্দুর রহিম, সাইদুর রহমান, শাকের উল্লাহ, আব্দু রশিদ দন্ডপ্রাপ্ত জেলেদের বাড়ী কক্সবাজার জেলার সদর উপজেলার খুটাখালী ইউনিয়ন ও মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, বদরখালী নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পায়েল হোসেন।

Exit mobile version