parbattanews

মহেশখালীতে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

 

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে ২৫ মার্চ’র ভয়াল কালো রাত গনহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫মার্চ) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহেশখালী উপজেলা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক।

এসময় প্রধান অতিথি বলেন, পাক হানাদার বাহিনীর কাছে আমরা পরাজিত হয়নি বহু মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ ও মানচিত্র পেয়েছি।

এই দেশের প্রতিটি স্থানে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের নেতা কর্মীদের ত্যাগ ও শ্রম রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল যারা স্বাধিনতার সাধ গ্রহন করতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সহকারী কমিশনার ভূমি হাসান মারুফ, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. নুরুল আমিন, সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, উপজেলা শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধা সালেহ আহমদ, ডা. ফিরোজ খান, বাচা মিয়া,ব্রজগোপাল ঘোষ, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ তালুকদার, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, সাবেক চেয়ারম্যান সামসুল আলম, প্রভাষক এহছানুল করিম, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন বারেক,  মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার প্রমুখ।

 

Exit mobile version