parbattanews

মহেশখালীতে চাঁদার দাবিতে ৩ যুবককে কুপিয়ে জখম

মহেশখালী প্রতিনিধি:

২০ আগস্ট সকাল ৯টায় মহেশখালী উপজেলার কালারমারছড়ার নোনাছড়িতে সন্ত্রাসীদের হাতে মারাত্মকভাবে হামলার শিকার হয়েছে আমান উল্লাহ (২১) নামে এক যুবক। খালি স্ট্যাম্পে দস্তখত নিয়ে আহতকে পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, চাঁদার দাবিতে নোনাছড়ি এলাকার আমান উল্লাহ, মাহাবুব ও কামালকে অপহরণ করে মারাত্মতভাবে আহত করেছে অপহরণকারীরা। এদের মধ্যে আমান উল্লাহকে মারধর করেও শান্ত হয়নি তারা, খালি স্ট্যাম্পে সই নিয়ে পরিবারের কাছে তাকে হস্তান্তর করেছে । সে নোনাছড়ি গোদার পাড়ার লেদু মিয়ার পুত্র বলে জানা গেছে।

আহত আমান উল্লাহ জানান, স্থানীয় সন্ত্রাসী সেলিম চৌধুরীর লালিত সন্ত্রাসী সাহাব উদ্দিন, বেলাল, জয়নাল, আবছারের নেতৃত্বে একদল অস্ত্রধারী চাঁদার দাবিতে প্রথমে আমাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় পরে উপর্যুপরী কুপিয়ে খালি স্ট্যাম্পে আমার বড় ভাইয়ের কাছ থেকে দস্তখত নিয়ে কোন রকমে আমাকে আমার পরিবারের কাছে দেয়।

স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানান, আমান উল্লাহর পায়ে, হাতে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।

বিষয়টি মহেশখালী থানার সহকারী পুলিশ সুপার রতন দাশ গুপ্তকে অবহিত করা হয়েছে। পুলিশ জানান, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বীন ওসমান শরিফ জানান, সকালের দিকে নোনাছড়ির ৩ যুবককে চাঁদার দাবিতে সেলিমের লোকজন অপহরণ করে নিয়ে গিয়ে মারধর করার বিষয়টি সঠিক।তিনি এবিষয়টি প্রশাসনিক ভাবে হস্থক্ষেপের আহ্বান জানান।

এদিকে আমান উল্লাহর মা নুরজাহান জানান, সন্ত্রাসীদের অত্যাচারে বাড়িতে থাকতে পারিনা, চাঁদা দিয়ে থাকতে হয়। তাদের বিষয়ে থানা বা কাউকে নালিশ করলে বসত বাড়িতে থাকতে দিবেনা মর্মে নির্যাতন করবে আমাদের। আমরা বাচঁতে চাই। তাই প্রশাসনের কাছে একটু নিরাপত্তা প্রার্থনা করছি।

Exit mobile version