parbattanews

মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে হামলার শিকার যুবক 

মহেশখালীতে গতকাল (৭ জানুয়ারি) শুক্রবার পবিত্র জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর হামলার শিকার হন এক যুবক। এঘটনায় থানায় এজাদার দায়ের করেছে আহত যুবক।

অভিযোগ সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলার কুৃতুবজুম ইউনিয়নের পশ্চিম পাড়ার মৃত সোলতান আহমদের পুত্র নজরুল ইসলামের সাথে একই এলাকার মৃত ওমর মিয়ার পুত্র ওসমান গণি গংদের সাথে বাড়ি ভিটার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এই সূত্রে ধরে শুক্রবার স্থানীয় মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পর নজরুল ইসলাম(২২) নামে এক যুবকের উপর হামলা করে ওসমাণ গণীর নেতৃত্বে ৬/৭ জনের একদল লাঠিয়াল বাহিনী

এসময় তাদের হামলায় গুরুতর আহত হন যুবক নজরুল ইসলাম।
স্থানীয়রা আহত যুবককে উদ্ধ্রা করে মহেশখালী হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

এঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে ওসমান গণিকে প্রধান আসামি করে মো. রফিক মিয়া, মো. ছৈয়দ, মো. ছাবের, নুরুল ইসলাম, নুরুল হক, আব্দুল হামিদ সহ ৭ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় এজাহার দায়ের করে।

এব্যপারে মহেশখালী থানার এস আই আবু বক্কর বলেন, ঘটনার বিষয়ে একটি এজাহার পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version