parbattanews

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গাড়িসহ আটক ৬

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের পৃথক অভিযানে একটি প্রাইভেট কার, ২৫০ পিস ইয়াবা জব্দ ও ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা ও কালাগাজির পাড়ার পদ্মা পুকুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের প্রাইভেট কার যার নং- ঢাকা মেট্রো গ-১২২৯৬৮ কে ধৃত করে।

উক্ত গাড়ি থেকে ৪ ব্যক্তিকে ও একই ইউনিয়নের কালালিয়া কাটা ইউনুছ মার্কেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে ২জনসহ মোট ৬ জনকে আটক করে। প্রাইভেটকারে থাকা ৪ জনের দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। ডাকাত দলের নিকট থেকে বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি তলোয়ার, কিরিচ, ছুরাসহ বিভিন্ন উপকরণ জব্দ করে। এ ঘটনায় মহেশখালী থানার এস,আই মুফিজুল হক বাদী হয়ে আটক ৬ ব্যাক্তির নামে মাদক দ্রব্য আইন ও ডাকাতি প্রস্তুতি ধারায় থানায় মামলা দায়ের করে।

ধৃত আসামিরা হলেন রামু থানার রশিদ নগরের পানের ছড়া গ্রামের মৃত বশরত আলীর পুত্র বেলাল হোসেন, উকিয়া রাজা পালং এর আব্দুল হালিমের পুত্র সাজ্জাদ হোসেন রিফাত, কাশিয়ার বিল গ্রামের জাগির হোসেনের পুত্র আবদুল্লাহ, চকরিয়া থানার ভেওলা চোয়ারপাড়ী গ্রামের নুরুল হকের পুত্র এহসান হাবিব, কালারমারছড়ার নোনাছড়ি গ্রামের রফিকুল ইসলাম। অপর দিকে ডাকাতির প্রস্তুতিকালে আটকৃতরা হলেন কালারমারছড়ার নোনাছড়ি গ্রামের মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ হাবিব, মৃত নজির আহমদের পুত্র জসিম উদ্দিন।

মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, পুলিশের পৃথক অভিযানে গাড়ি, দেশীয় অস্ত্রও ইয়াবাসহ ৬জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Exit mobile version