parbattanews

মহেশখালীতে পুলিশের অভিযানে একরাতে ৪১ জন আটক

প্রতীকী ছবি

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক রাতে ৪১ জনকে আটক করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত এই অভিযান চলে। এতে মহেশখালী উপজেলার কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, কুতুবজোম, বড় মহেশখালী, মাতারবাড়ি থেকে বিভিন্ন মামলার ফেরারি ৪১জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রভাষ চন্দ্র ধর’র নির্দেশে পুলিশ পরিদর্শক তদন্ত বাবুল আজাদ এর নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি ইউনিট ভাগ হয়ে এ অভিযান চালায়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হত্যা, ডাকাতি, মারামারি, জমি দখল, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মহেশখালীতে বর্তমান সরকারের উন্নয়নমুখী বহু প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে, উক্ত প্রকল্পগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলার পরিবেশ শান্ত রাখতে অপরাধীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এদিকে সকাল থেকে মহেশখালী থানা প্রাঙ্গনে স্থানীয়দের প্রচুর ভিড় লক্ষ করা গেছে।

Exit mobile version