parbattanews

মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে আহত ৪: অস্ত্র ও কিরিচ উদ্ধার

বন্দুকযুদ্ধ
স্টাফ রিপোর্টার:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়া তলিতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী ও অপর ৪ পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি কিরিচ উদ্ধার করেছে। আজ রোববার ভোর ৪টায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, “পুলিশ হত্যা মামলার আসামী মোস্তাক আহমদকে নিয়ে একদল পুলিশ ভোররাত ৪টায় অস্ত্র উদ্ধারের জন্য চালিয়া তলী এলাকায় যান। পুলিশের আগমন টের পেয়ে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে পুলিশ ১২ রাউন্ড গুলি ছুড়ে। একপর্যায়ে অস্ত্রধারীরা পিছু হটে। ওই সময় আসামী মোস্তাক আহমদ গুলিবিদ্ধ হয়। আহত হয় পুলিশের এস আই ফরিদ আহমদ, সদস্য আবদুল মান্নান, আরিফ হোসেন ও শহিদ উল্লাহ।

তিনি আরো জানান, “ঘটনাস্থল থেকে ২টি দেশিয় তৈরি বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি কিরিচ উদ্ধার করা হয়েছে।”

আহত আসামী মোস্তাক আহমদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আহত পুলিশ সদস্যদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Exit mobile version