parbattanews

মহেশখালীতে পৌর কাউন্সিলরকে মারধরের ঘটনায় মেয়রকে আসামী করে মামলা

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছালামত উল্লাহকে মারধরের ঘটনার ৩ দিন পর মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া কে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে কাউন্সিলর ছালামত উল্লাহ সহধর্মিনী জুলেখা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামীরা হলো- আবদুর রহমান, শামশুর রহমান, মিশাল, মোহাম্মদ রুবেল, ফয়েজুল হক, নুর হোসেন, বোরহান উদ্দিন আজম, আ ন ম হাসান ও মোহাম্মদ এনাম।

মামলায় আরও ৬ জনকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।

ফৌজদারি দন্ডবিধির ১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩৯৭/৫০৬/১১৪ ধারায় দায়েকৃত এই মামলায় শনিবার ৫ এপ্রিল বিকেল ৬ টা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

প্রসঙ্গত, মহেশখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ওমহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছালমাত উল্লাহকে গত ২ এপ্রিল রাত ৯টার দিকে অজ্ঞাত সন্ত্রসীরা রামদা দিয়ে কুপিয়ে ও হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। এতে কাউন্সিলর এম ছালামত উল্লাহ গুরুতর আহত হলে তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version