parbattanews

মহেশখালীতে প্রকৌশলীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগে যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি:

মহেশখালী উপজেলা প্রকৌশলী ছৈয়দ জাকির হোছাইনকে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগে গিয়াস উদ্দিন আজম নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ ভবনের নিজ কার্যালয়েই ওই প্রকৌশলীকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয় গিয়াস উদ্দিন আজম।

মহেশখালী থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬টায় গিয়াস উদ্দীন আজমকে আটক করা হয়। গিয়াস উদ্দীন আজম উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার মৃত মো. হোছাইন এর পুত্র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য।

উপজেলা প্রকৌশলী ছৈয়দ জাকির হোছাইন অভিযোগ করেছেন, যুবলীগ নেতা গিয়াস উদ্দীন আজম একজন ঠিকাদার। প্রকল্পের কাজের টাকা নিয়ে মনোমালিন্যকে কেন্দ্র করে গিয়াস উদ্দীন আজম প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে উপজেলা প্রকৌশলী ছৈয়দ জাকির হোছাইনের কার্যালয়ে ঢুকেন। ঢুকেই তিনি কথা কাটাকাটির এক পর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেন। হুমকি দিয়ে তিনি ওই স্থান ত্যাগ করেন। তবে বিকালের দিকে উপজেলা পরিষদ কম্পাউন্ডে এসে স্বাভাবিক ভাবে বিচরণ করেন। সেখান থেকেই তাকে আটক করেন পুলিশ।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘উপজেলা প্রকৌশলীর অভিযোগ পেয়ে গিয়াস উদ্দীন আজমকে আটক করা হয়। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বসে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় গিয়াস উদ্দীন আজমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Exit mobile version