parbattanews

মহেশখালীতে প্রাণে বেঁচে গেলো মেহেরিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা!

Untitled-1 copy

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের কিছু অংশ ধসে পড়ে আহত হয়েছে দু’জন ছাত্রী।

মঙ্গলবা দুপুরে বাংলা পরীক্ষা চলছিল। শ্রেণি কক্ষের ভেতরে পরীক্ষার খাতায় উত্তর লিখার কাজে ব্যস্তছিল চতুর্থ শ্রেণির ছাত্রী মহিমা আক্তার ও সানজিদা। এ সময় কক্ষের ছাদ থেকে প্ল্যাসটারের একটি বড় খণ্ড নিচে খসে পড়ে। খসে পড়া এই খণ্ডের আঘাতে আহত হয় এই দুই ছাত্রী। এতে অল্পের জন্য বেঁচে যায় শ্রেণি কক্ষে থাকা শিশু শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে বেশ কয়েকদিন ধরে ছাদে এমন ফাটল সৃষ্টি হলেও স্কুলটির কর্তৃপক্ষ সেদিকে কোন গুরুত্বই দেননি। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে এলাকাবাসী জানিয়েছেন ভবনের কাজে অনিয়ম-দুর্নীতি হওয়ায় এমন ঘটনার সূত্রপাত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দু শুক্কুর জানান, তিনি ভবনের ওই অংশটি জরাজীর্ণ ছিল বলেও একাধিক বার উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করার পরও কোন ধরনের সুরাহ করা হয়নি ফলে এই ঘটনাটি ঘটেছে বলে জানান।

Exit mobile version