parbattanews

মহেশখালীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক র‌্যালী

কক্সবাজার জেলার মহেশখালি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল সাজে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি মহেশখালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন নিয়ে বক্তব্য দেন প্রধান অতিথি সাংসদ আশেক উল্লাহ রফিক।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরেও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফ বাদশা, আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরি, পৌর মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, সহকারি কমিশনার ভূমি সুইসিং মারমা প্রমুখ।

বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শিশু কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকালে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। রাতে আতশবাতির মাধ্যমে আলোকিত করা হবে মহেশখালীর আকাশ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উপজেলা কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ছত্র/ছাএী সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version