parbattanews

মহেশখালীতে বিশ্ব খাদ্য সংস্থার অধিনে ১৮হাজার উপকারভোগিদের নগদ অর্থ বিতরণ শুরু

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ম আয়ের মানুষদের মাঝে বিশ্ব খাদ্য সংস্থার কতৃর্ক মহেশখালীতে ১৮ হাজার মানুষের মাঝে ২য় দাপে নগদ অর্থ বিতরণ এক সাথে শুরু হয়েছে।

বেসরকারি এনজিও সংস্থার রিকের প্রকল্প সমম্নয়ক ড. সোহেল সানজিত বলেন, আমরা প্রথম দাপে ১৮ হাজার মানুষকে ৩০ কেজি করে চাল বিতরণ করেছি।

রবিবার(১২ জুলাই) থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে ওয়ার্ড ভিত্তিক নগদ টাকা বিতরণ শুরু হয়েছে। এই টাকা বিতরণ চলবে ২০ জুলাই পর্যন্ত।

এর পরে শেষ দাপের চাল বিতরণ শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।

আমরা সুষ্ঠুভাবে এই অর্থ বিতরণে স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা পাচ্ছি।

তবে এদিকে স্থানীয় অনেকেই অভিযোগ একই পরিবারে একাধিক কার্ড ও যাচাই বাচাই না করে তালিকা করায় জনপ্রতিনিধিদের দোষছে এলাকাবাসী।

রবিবার উপজেলার পৌরসভার, বড় মহেশখালী, কুতুবজোম, ছোট মহেশখালী, ধলঘাটা, মাতারবাড়ি, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুরে ১ নং ওয়ার্ড থেকে বিতরণ শুরু হয়েছে চলবে ৯নং ওয়ার্ড পর্যন্ত।

Exit mobile version