parbattanews

মহেশখালীতে বিশ লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস

স্টাফ রিপোর্টার:

কোষ্টগার্ড মহেশখালী জোনের অভিযানে ৪০টি বিহিঙ্গি জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। ১০ অক্টোবর রাতে চকরিয়া বদরখালীতে অবস্থানরত কোষ্টগার্ড সি ই জি ষ্টেশন পূর্ব জোন মহেশখালীর কন্টিনজেন্ট অফিসার মোহাম্মদ হাসান ভুঁইয়ার নেতৃত্বে এক অভিযানে মহেশখালী মাতারবাড়ী রাজঘাট এলাকা থেকে ৪০টি বিহিঙ্গি জাল যার আনুমানিক মুল্য প্রায় বিশ লক্ষ টাকার জব্দ করে।

বিকাল ৫ টার সময় উক্ত জাল গুলো চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হককে হস্তান্তর করলে তিনি জাল গুলো কোষ্টগার্ড বদরখালী সদস্যদের নিয়ে সম্মুখে পুড়িয়ে ধ্বংস করে।

মহেশখালী ইউপি মেম্বার এসোসিয়েশনের সভাপতি কালারমারছড়া ইউনিয়নের ১নং ওযার্ড মেম্বার নুর নবী জানান, কোস্টগার্ড সদস্যরা এখন যেভাবে তৎপরতা চালিয়ে সাগরে মৎস্য রক্ষায় কঠোর অভিযান চালাচ্ছে এতে করে অদুর ভবিষ্যতে দেশের মৎস্য চাহিদা পুরনে সহায়ক হবে ।

Exit mobile version