parbattanews

মহেশখালীতে মানবপাচারকারীসহ আটক ২, অস্ত্র উদ্ধার

আটক

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মানবপাচারকারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি দেশি বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার শেষরাতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার শিকদার পাড়ার মৃত দৌলত মিয়ার ছেলে মানবপাচারকারী নুরুল আলম ওরফে লেডু (৪৫) ও মাজেরপাড়ার নুরুস সুপার ছেলে আবদুস সাত্তার (৪২)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে নুরুল আলমকে গ্রেফতার করা হয়। তিনি চিহ্নিত মানবপাচারকারী। মানবপাচারের অভিযোগে মহেশখালী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

তিনি আরো জানান, মানবপাচারের অভিযোগে ইতিপূর্বে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে অভিযান চালিয়ে দেশি বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ আবদুস সাত্তারকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

Exit mobile version