parbattanews

মহেশখালীতে মানবপাচারে জড়িত ট্রলার জব্দ: দালালসহ আটক ১০

মহেশখালী উপজেলার খাদ্যগুদামের উত্তর পাশের খাল হয়ে মানবপাচারের প্রস্তুতিকালে হোয়ানকের ফয়েজ মাঝির একটি ফিশিং বোটজব্দ এবং ৪ জন দালালসহ ১০জনকে আটক করেছেন পুলিশ।

বুধবার (১১ ফ্রেব্রুয়ারি) গভীর রাতে ছোট মহেশখালীর রশিদ মিয়া ব্রিজের নিচে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে , পাচার হতে যাওয়া ৬জন রোহিঙ্গাকে হোয়ানকের পানিরছড়া থেকে উদ্ধার করতে গেলে ওই সময় আরো ৪জন বাংলাদেশি দালালকে আটক করে পুলিশ।

মহেশখালী থানার (তদন্ত) ওসি বাবুল আজাদ জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে রশিদ মিয়া ব্রিজের নিচে রক্ষিত একটি ট্রলারে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন একটি সঙ্গবদ্ধ দালালসহ রোহিঙ্গার দল।

খবর পেয়ে দ্রুত অভিযানে নেমে একটি ট্রলার জব্দ করা হয়। পরে বুধবার সকালে ও হোয়ানকের পানিরছড়া এলাকা থেকে ঘটনার সাথে জড়িত ৬ রোহিঙ্গা ও ৪ জন দালাল কে আটক করা হয়।

আটককৃত ট্রলারের মালিক হোয়ানক মুহরাকাটা এলাকার মো: ফয়েজ এর স্ত্রী জুলেখা বেগম।

গত ২ মাস পূর্বে পৌরসভার পুটিবিলা এলাকার এবাদুল করিমের কাজ থেকে ১৫ লাখ দিয়ে ট্রলারটি ক্রয় করেন ওই মহিলার স্বামী। এই বিষয় নিয়ে পুলিশ তদন্ত নেমেছে।

মানব পাচার প্রতিরোধ করতে মহেশখালীর বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশের বিশেষ গোয়ান্দা নজরধারী।

প্রতি বছরের এই মাসে মানব পাচার বেড়ে যায় জেলার বিভিন্ন উপজেলার সাগর সংলগ্ন পয়েন্টে। এদিকে বিশেষ নজর রাখার আহবান জানান সচেতন মহল।

Exit mobile version