parbattanews

মহেশখালীতে মা ও শিশুর পুষ্টি উন্নয়ন বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা

23-8-16 copy

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে বেসরকারী উন্নয়ন সংস্থা এসএআরপিভি’র আয়োজনে মা ও শিশুর পুষ্টি উন্নয়ন কর্মসূচির অগ্রগতি বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি একশন কর্নার এর সহায়তায় তাদের অবহিত করা হয় ।

মহেশখালী হাসপাতালের টিএইচ ও ডা সুচিন্তা চৌধুরীর সভাপত্বিতে অনু্ষ্ঠিত সভায় এসএআরপিভি সংস্থা  মা ও শিশুর পুষ্টি উন্নয়ন কার্যক্রম ছাড়াও রিকেটস প্রতিরোধ, প্রতিবন্ধি স্কুল, ক্ষুদ্র ঋণ কর্মসূচি  নিয়ে কাজ করে।  মহেশখালী পৌর এলাকা সহ ৮টি ইউনিয়ন প্রতি মাসে ১৫ মেট্রিকটন পুষ্টিকর শিশু খাদ্য বিতরণ ও তীব্র অপুষ্টি জনিত শিশুদের চিকিৎসা সেবা প্রদান করে  থাকে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি বিভীষণ কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহমদ, বিশ্ব খাদ্য কর্মসুচির লজিস্টিক অফিসার এসকে হাসান, প্রোগ্রাম এসিস্ট্যান্ট সুমন কিসমত, এসএআরপিভি রিজিওন্যাল কো-অডিনেটর কাজি মকছুদুল আলম মুহিত, টেকনিক্যাল কো-অডিনেটর মহেশখালী মহসিন হোসাইন, মনিটরিং এন্ড ডাটা ম্যানেজম্যান্ড অফিসার মো. এনামুল হক  প্রমূখ ।

এসময় আরে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মাসুদ কুতুবী, যুব উন্নয়ন কর্মকর্তা নিরন্দ্র চন্দ্র পাল, মৎস্য কর্মকর্তা , সাংবাদিক আমিনুল হক এছাড়াও মহেশখালীতে কর্মরত এনজিও সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তাগণ।

Exit mobile version