parbattanews

মহেশখালীতে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মহেশখালীতে ও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়েছে।

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) গত বছর ৩০ মার্চ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে নারী-পুরুষের সমতার দিক থেকে বিশ্বে ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৫তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে সপ্তম। বাংলাদেশের নারীরা আজ সচিব, বিচারক, সশস্ত্র বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় মহেশখালী উপজেলা প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার সড়ক প্রদক্ষিণ করেন মহেশখালী উপজেলা পরিষদ হল রমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এম আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়বন কর্মর্কতা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবরনজন দাশ, মেরিন মৎস্য অফিসার আলা উদ্দিন, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর মাহবুব ইলাহী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পোলক সরকার,মুক্তিযুদ্ধা সালেহ আহমেদ, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ, ২০২১ সালে জ্বতিয়া বিজয়ী শিক্ষিকা মিনু রানী পাল।

মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তৌহিদা আকতারের উপস্থাপনার মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মর্কতাসহ শতাধিক মহিলা, কিশোরী।

Exit mobile version