parbattanews

মহেশখালীতে শরিফ বাদশা, জহির ও মিনারা বেসরকারিভাবে নির্বাচিত

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলায় পরিষদ নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা করায় শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৭৪টি ভোট কেন্দ্রে ৭৬ হাজার ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করে। সকাল থেকে ভোট কেন্দ্রেগুলিতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব শরীফ বাদশা (আনারস) প্রতীক ৩১ হাজার ২শ’ ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের হোছাইন ইব্রাহীম (নৌকা) প্রতীক পেয়েছে ২৭ হাজার ৯শ’ ৬৯ ভোট। যুবলীগের আহবায়ক সাজেদুল করিম (দোয়াত কলম) মার্কা পেয়েছে ১৫ হাজার ৮শ’ ৬১ ভোট। ইসলামী ঐক্য জোটের মিনার প্রতীক পায় ২শ’ ৪০ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মৌলানা জহির উদ্দিন (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে ৩২ হাজার ৬শ’ ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে ২য় বারের মতো ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহনেওয়াজ কামাল (চশমা) পেয়েছেন ১৩ হাজার ২শ’ ৫৬ ভোট । আবু ছালেহ (বই) পেয়েছেন ১২ হাজার ৩শ’ ৩৬ ভোট, গিয়াস উদ্দিন (টিউবওয়েল)৮ হাজার ৯শ’ ১৫ ভোট, ফরিদুল আলম (তালা)পেয়েছে ৬ হাজার ৭শ’ ৪৪ ভোট, মাহাবুবুল আলম (মাইক)পেয়েছে ৯শ’ ১২ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনোয়ারা ছৈয়দ (পদ্মফুল) পেয়েছে ৩৭ হাজার ৪শ’ ৩৭ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মনোয়ারা বেগম (কলস) পেয়েছে ৩৫ হাজার ৫শ’২ ভোট।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসার জুলকার নাঈম বলেন, সুষ্ঠু ও শন্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় নির্বাচন চলাকালীন সময়ে কোনো ধরণের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিত ছিলো বেশি।

সকাল ১০টার দিকে উপজেলার পৌর এলাকার বামির্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাড়া, কালার মারছড়ার চিকনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাপলাপুর ষাইটমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড় মহেশখালী ফকিরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবজোম ঘটিবাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রগুলো পরিদর্শনকালে দেখা যায়, ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটাদের উপস্থিতি বেশি। নারী ভোটাররা দীর্ঘলাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

বার্মিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এক প্রার্থীর মহিলা এজেন্ট জানান, সংখ্যালঘু ভোটাররা এবার নির্ভয়ে ভোট দিয়েছেন। রাখাইন মহিলা ও তরুণী ভোটার থেকে শুরু করে বয়োবৃদ্ধারা পর্যন্ত লাইন ধরে ভোট দিয়েছেন।

সহকারী রির্টারিং অফিসার জুলকার নাঈম বিজয়ী প্রার্থীদের আইন শৃংখলা রক্ষার স্বার্থে বিজয় মিছিল না করার আহবান জানান।

উল্লেখ্য, মহেশখালীতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৫শ’ ৬৫।

Exit mobile version