মহেশখালীতে সর্বোচ্চ ১১ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত

fec-image

কক্সবাজারের মহেশখালীতে সর্বোচ্চ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানকে এবারে এমপিও ভুক্ত করেছে শিক্ষামন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী আজ(২৩ অক্টোবার) ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই মাস থেকে। সাড়ে ৯ বছর পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো।

মহেশখালীতে বিভিন্ন ক্যাটাগরিতে এমপিও ভুক্ত হওয়া প্রতিষ্ঠান গুলি হলো, ডিগ্রি স্তরে মহেশখালী ডিগ্রি কলেজ, আলিম স্তরে কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসা, মাধ্যমিক স্তরে কুতুবজোম অফসোর হাই স্কুল, দাখিল স্তরে কুতুবজোম তাজিয়াকাটা সুমাইয়া দাখিল মাদ্রাসা, বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসা, নিম্ন মাধ্যমিক স্তরে ছোট মহেশখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কালারমারছড়ার উত্তর নলবিলা হাই স্কুল, মাতারবাড়ি আদর্শ পাবলিক স্কুল, হোয়ানক আদর্শ বিদ্যাপিঠ, হোয়ানক বালিকা বিদ্যালয় ও বড় মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ভোকেশনাল শাখা।

এই প্রসঙ্গে মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বড় বড় উন্নয়ন প্রকল্প মহেশখালীতে চলমান রয়েছে সেই লক্ষে শিক্ষা বান্ধব একটি উপজেলা গড়ে তুলতে মহেশখালীতে রেকর্ড সংখ্যক প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে। তাই আমরা দ্বীপ বাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন