parbattanews

মহেশখালীতে ৩৬ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূলে বই বিতরণ 

বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় দ্বীপ উপজেলা মহেশখালীর প্রত্যন্ত এলাকায় বই উৎসব শুরু করেছে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি কিন্ডার গার্ডেন ও ৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৬ হাজার শিক্ষার্থীদের মাঝে সরকারিভাবে বিনামূলে বই বিতরণ শুরু হয়েছে।

করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ। অচল শ্রেণি কার্যক্রম। শিক্ষাপ্রতিষ্ঠান কখন খোলা হবে তা এখনও অনিশ্চিত।নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই পুস্তক তুলে দেওয়ার পালা শুরু হয়েছে দেশব্যাপী। তাই, সরকারি সিদ্ধান্ত মেনে বছরের প্রথম দিনে মহেশখালী উপজেলার ৮৬টি সরকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার কার্যক্রম শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।

শুকবার (১ জানুয়ারি) মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মুহাম্মদ আবদুল্লাহ, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরীসহ স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।

সারাদেশের ন্যায় “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সুশিক্ষিত জাতি বিনির্মাণে বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়ার প্রত্যয়ে সারা দেশের ন্যয় আজ উপজেলার সব কটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করবে।

Exit mobile version