parbattanews

মহেশখালীতে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

মহেশখালী প্রতিনিধি:

‘মেধাই সম্পদ, বিজ্ঞান প্রযুক্তিই ভবিষ্যৎ’, এ শ্লোগানকে ধারন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। প্রথম দিনে উপজেলার ৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিজয়ী দল জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী শুরু হয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম, মহেশখালী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শাহ আলম, পানিরছড়ার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মোকলেছুর রহমান, ছাত্রছাত্রীদের পক্ষে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র আরহাম, পানির ছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র  এফএম সায়েদ, মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ছাত্র মাসুদ মো. আসফাকুর রহমান প্রমুখ।

মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক স্কুলের বেশ কিছু শিক্ষক, ছাত্রছাত্রী, গণমাধ্যম কর্মীরা।

Exit mobile version