parbattanews

মহেশখালীতে ৯৬ হাজার শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে

আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৬ সাপ্তাহ চলবে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। এই কর্মসূচির আওতায় দ্বীপ উপজেলা মহেশখালীর প্রায় ৯৬ হাজার শিশুকে এই টিকা দেয়া হবে বলে জানান মহেশখালী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক।

বৃহাস্পতিবার সকালে এই কাম্পেইনকে তৃনমুলে ছড়িয়ে দিতে এক আলোচনা সভা হাসপাতাল কম্পাউন্ডে অনুষ্টিত হয়।

জানা গেছে, ৯ মাস থেকে ১০ বছরের সকল শিশুকে এই টিকা দেয়া হবে। মহেশখালী উপজেলায় ৬৫৫ টি টিকা কেন্দ্রে একযোগে এই টিকা দেয়া হবে বলে জানান।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও মাহাফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি মোঃ আবদুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপন দত্ত, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মীর কাসেম, এনজিও কর্মি ফারুক, শিক্ষক প্রতিনিধি মোঃ আবদুল গফুর, শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ ফারুক ইকবাল, ইমাম প্রতিনিধি, মাওলানা আমির হোসেন, মহেশখালী প্রেসক্লাবের প্রতিনিধি সাংবাদিক এম বশির উল্লাহ প্রমুখ।

Exit mobile version