Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

মহেশখালীর নতুন সংযুক্ত বিশ মুক্তিযোদ্ধা

unnamed (1) copy

মহেশখালী প্রতিনিধি:

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় কালে মহেশখালী উপজেলার সন্তান তৎকালীন স্বাধীনতার পক্ষে অবস্থান যুদ্ধকালীন যাদের অবদান রয়েছে। যুদ্ধে অংশ গ্রহণ ও স্বাধীনতার পক্ষে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিদের নিকট থেকে আবেদনকৃত ব্যক্তির আবেদন যাচাই বাছাই করে মহেশখালী উপজেলায় ২০জন মুক্তিযোদ্ধা বিভিন্ন ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সূত্র জানায়,২০১৭ সালে মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি মোস্তাক আহাম্মদ চৌধুরী, সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ আবুল কালাম উপজেলা কমান্ডার সদস্য পুলিন বিহারী শর্মা, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র প্রতিনিধি আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধার প্রতিনিধি সদস্য সৈয়দ লকিয়ত উল্লাহ, জামুকার প্রতিনিধি সদস্য ও সাবেক উপজেলা কমান্ডার ছালেহ আহাম্মদ, জেলা কমান্ডার প্রতিনিধি সদস্য কালামিয়া কর্তৃক স্বাক্ষরিত তালিকা সূত্রে জানা যায়, হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া গ্রামের মৃত মোহাম্মদ ইউচুপ’র পুত্র মাষ্টার মোহাম্মদ নুরুল ইসলাম (সাধারণ) বড় মহেশখালী ফকিরা ঘোনা গ্রামে মৃত শহর আলীর পুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী(সাধারণ) ছোট মহেশখালী সিপাহীর পাড়া গ্রামের মৃত আনছুর আলীর আলহাজ্ব নেয়ামত আলী (সাধারণ) কালারমারছড়া আধার ঘোনা এলাকার মৃত আজিজ উদ্দিনের পুত্র শেখ মোহাম্মদ আব্দুল জব্বার (সাধারণ), গোরকঘাটা এলাকার তাজুল মল্লুকের পুত্র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ,বড় মহেশখালী মিয়াজীর পাড়া গ্রামের মৃত হাজী মোহাম্মদ জহিরের পুত্র কক্সবাজার মহুকুমা সংগ্রাম কমিটির ট্রেজারার এডভোকেট মওদুদ আহাম্মদ (সাধারণ), কুতুবজোম ইউনিয়নের লুতুর বর পাড়ার হাজী হেফাজতুর রহমানের পুত্র মাষ্টার লেয়াকত আলী (সাধারণ),হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের মৃত হাজী আলী মিয়ার পুত্র মোহাম্মদ মীর কাশেম (সাধারণ), হোয়ানক হামিদুর রহমান পাড়ার মৃত হামিদুর রহমানের পুত্র সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ (সাধারণ), ছোট মহেশখালী উত্তর কুল গ্রামের মৃত আলহাজ্ব সাহেব মিয়ার পুত্র অবসর প্রাপ্ত শিক্ষক মো. বখশ (সাধারণ), ছোট মহেশখালী আদিনাথ ঠাকুরতলা গ্রামের রবীন্দ্র লাল দে’র মেয়ে ননী রানী দে,(বীরঙ্গনা) বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামের মৃত মোহাম্মদ ইউচুপ’র পুত্র জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা (সাধারণ), ছোট মহেশখালী আদিনাথ ঠাকুরতলা গ্রামের শচীন্দ্র লাল চক্রবর্তীর মেয়ে চিনু চক্রবর্তী (বীরঙ্গনা)কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা এলাকা মৃত হাজী ওয়াজ উদ্দিনের পুত্র সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিমের পিতা শহীদ মোহাম্মদ শরীফ (শহীদ),শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনা এলাকার মৃত মৌলানা ছিদ্দিক আহাম্মদের পুত্র ওসমান গনী (সাধারণ) হোয়ানক ইউনিয়নের পুইছড়া গ্রামের মৃত সতীন্দ্র মোহন দত্ত এর পুত্র অধ্যাপক সুকুমার দত্ত (গেরিলা কমিউনিস্ট পার্টি) কুতুবজোম দৈলার পাড়া গ্রামের মৃত আলহাজ্ব কালা চাঁদের পুত্র বশির উল্লাহ খানঁ,(সাধারণ) বড় মহেশখালী হিন্দুপাড়া গ্রামের মৃত আব্দু ছত্তার’র পুত্র মোহাম্মদ ফোরকান বিএ(সাধারণ) বড় মহেশখালী জাগিরা ঘোনা গ্রামের মৃত হাজী আজি উল্লাহর পুত্র আকতার কামাল(সাধারণ), গোরকঘাটা এলাকার মৃত হাজী আবুল বশর’র পুত্র জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. নুরুল আমিন।
কালারমার ছড়ার শহীদ মোহাম্মদ শরীফ চেয়ারম্যানের ছবিটি সংগ্রহ করা সম্ভব হয়নি।

এ ব্যপারে, মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ইউএনও মোহাম্মদ আবুল কালাম জানান, কমিটি কর্তৃক সর্বসম্মতিক্রমে আবেদনকারীদের নিকট থেকে ২০জনের নাম গৃহিত হয়েছে তা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন