parbattanews

মহেশখালীর পেঁয়াজের বাজারে অভিযান: ৪ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড

মহেশখালীর পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে ৪ খুচরা ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জামিরুল ইসলাম। শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় এই অভিযান চালানো হয়।

সুত্র জানায়, মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী পিন্টু দে কে ১০ হাজার, বড় মহেশখালী নতুন বাজারের সুমনকে ৫ হাজার টাকা করে আরো দুই ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ৪ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

মহেশখালী উপজেলার ইউএনও জামিরুল ইসলাম জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয়ের ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪টি দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাকীদের সর্তক করা হয়েছে, জেলা প্রশাসনের ধার্য করা দামে পেঁয়াজের দাম নিবেন সকল গ্রাহকের কাজ থেকে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন থানার এস আই মুজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের গোপনীয় শাখার সহকারী শিমুল কান্তি দে প্রমুখ।

Exit mobile version