parbattanews

মহেশখালীর মাতারবাড়িতে স্থাপিত বিদ্যুতের একটি সাব-স্টেশন চালু 

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

মহেশখালী উপজেলার মাতারবাড়িতে স্থাপন করা বিদ্যুতের একটি সাব-স্টেশন চালু হয়েছে।  ৩০ জুলাই থেকে এটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয় বলে জানাগেছে। মহেশখালীতে এরকম আরও দুইটি স্টেশন চালু হওয়ার পথে।

৬৫ মেগাওয়াটের বিদ্যুৎ স্টেশনটি চালু হওয়ার ফলে মহেশখালী দ্বীপে ও চকরিয়ায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং কমে আসবে বলে ধারনা করা হচ্ছে।

বিদ্যুতের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম বলেন, ৬৫ মেগাওয়াটের বিদ্যুৎ স্টেশনটি চালু হওয়ার ফলে মহেশখালী দ্বীপে ও চকরিয়ায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং কমে আসবে।

আগে কক্সবাজারের বিদ্যুৎ দিয়ে মহেশখালী চলত। যদিও মহেশখালীতে দরকার ১০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু ভোগান্তি ছিল বেশি।

এখন মাতারবাড়ির একটি সাবস্টেশন থেকে আমরা পাব ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। এতে মহেশখালী ও চকরিয়ার বিদ্যুৎ ভোগান্তি লাঘব হবে।

Exit mobile version